আজ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০২:২৮ অপরাহ্
মোঃ জুুয়েল রানা,স্টাফ রিপোর্টার॥
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলেক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনয়াতনে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লার সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেঘদাইর তাহেরিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ একেএম গোলাম মোস্তফা, সমাজ সেবক মো. খলিলুর রহমান, সহকারী অধ্যাপক মো. ফানাউল্যাহ, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাজুলিয়া দরবার শরীফের পীরদাজা মাওলানা মোঃ আতাউল্যাহ শাজুলী। অনুষ্ঠানে কলেজের সহকারীঅধ্যাপক মোঃ বিল্লাল হোসেন,ফজলুর রহমান,রঙ্গলাল দত্ত,রণজিৎ দত্ত,আবুল খায়ের,ধনঞ্জয় চক্রবর্তী,দেলোয়ার হোসেন,ইকবাল আহমেদ মিঠু,মোঃ রফিকুল ইসলাম সহ অভিভাবক,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।