আজ শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৬:৫৯ অপরাহ্
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়ায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও উপজেলা সহকারি শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার আয়োজনে রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. ওমর খৈয়াম বাগদাদী রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে ও প্রসন্নকাপ সপ্রাবির সহকারী শিক্ষক মো আল আমিন হোসেন এবং উঃ আকানিয় সপ্রাবির সহকারী শিক্ষক রাজিয়া সুলতানার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সামছুদ্দিন মাসুদ, চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ইলিয়াস মিয়া, সাধারন সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ।
এসময় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ ও কচুয়া উপজেলা শাখার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে অতিথী বৃন্দ ও শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয়।
সভায় প্রাথমিক সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ বিভিন্ন দাবী দাওয়ার বিষয়ে আলাপ আলোচনা করা হয়।