আজ শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৮:১৬ পূর্বাহ্ন
ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর সাত্তার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয় বলে তাঁর ভাতিজা রুমন জানান।
তিনি বলেন, মিনি ষ্টক করে ভুগছিলেন আব্দুর সাত্তার। তার বয়স হয়েছিল ৬৫ বছর। গত কিছু দিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।”
রুমন জানান, বৃহস্পতিবার আসরের নামাজের পর দাদপুর কেন্দ্রীয় গোরস্থান মাঠে জানাজা হবে। পরে জানাজা শেষে বিকালে দাদপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু এমপি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তার মৃত্যুতে দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সকল ইউনিটের নেতা কর্মী শোক প্রকাশ করেছে।
মৃত্যু আগ পর্যন্ত তিনি দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন।
তিনি স্ত্রী, তিন মেয়ে এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।