আজ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১১:০৫ অপরাহ্
নারী জাতির বিশাল খ্যাতি, বিশ্ব জোড়া নাম,
উচ্চ থেকে নিম্ন কুটিরে, আছে তোমার দাম।
তুমি নারী অধিক ভাড়ী, পর্দার আড়ালে,
জাতির কাছে ক্ষীন হবে, পর্দা হারালে।
দেশের জননী, জাতির জননী, বিশ্ব জননী তুমি,
ধর্মালয়ের জননী তুমি, ধরনীর শ্রেষ্ঠ দামী।
নবীন জাতির জননী তুমি, তুমি মন্ডপের জনী,
যার কুটিরে আছো মাগো,সে তো বিশ্ব ধনী।
স্বল্প নারী পর্দা ছাঁড়ি, খুলছে প্রমাদ দ্বার,
জাতির কাছে তুচ্ছ করে, মাগো তোমার ভাঁড়।
আজকে নারী পর্দা ছাঁড়ি, কেন প্রমাদ পথে পা?
ভুলে যেওনা তুমি নারী আজো, এই ধরনীর মা।
আজকে নারী ধর্ষিতা কেন, প্রশ্ন সবার ভাই,
নগ্ন যাত্রা করছে নারী, ধর্ষিতা যে তাই।
আজকে তুমি কাঁদছো কেন, ওরে অবুঝ নারী?
দেহের পৌরাসে ছলনা কেন,লাখো আহাজারি?
তুচ্ছ তুচ্ছ প্যান্ট শার্ট পরো, ঈষৎ করে চুল,
অলিতে-গলিতে চলছো ছুটে, নয় কি এটা ভুল??
অশ্লীল রুপে হাটঁছো কেন, কর্নে চেপে ফোন?
ধর্ষিতা চোখে দেখছে যে তাই, পাঁড়ার লোক-জন।
পথে-ঘাটে আজ লাঞ্চিত কেন,দোষটা দেখ কার?
পোষাক পড়িতে ও নগ্ন পিষ্ঠ,ফের নগ্ন কেন নার?
আজকে নারী ঝুলছো কেন, গলায় দিয়ে ফাঁস?মেহনতে চলছে কবর, তবু ও কলঙ্কিত লাশ।
নগন্য নারীর জন্য আজ, লাগছে বুকে দাগ।
কষ্ট চেপে বইছো কেন, কলঙ্কের এই ভাগ?
ইভটিজিং এ শিকার কেন, অজ্ঞতো নও নারী,
ধর্মের আড়ালে লুকাও তুমি, ঈমান করা ভারী।
নারী তোমার বিশাল খ্যাতি, বিশ্ব জোড়া নাম,
আসলে ফিরে পর্দার পথে, বাড়বে সবার দাম
কবি পরিচিতিঃ-
মিজানুর রহমান নাদিম
তরুন সাংবাদিক ও লেখক
বরগুনা সরকারি কলেজ