আজ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১২:১৯ পূর্বাহ্ন
চারঘাট প্রতিনিধি:
ভায়ালক্ষীপুরে নারীনেত্রী ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলার ভায়ালক্ষীপুর গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে ও হার চয়েজ প্রকল্পের সহযোগিতায় নারীনেত্রী ফলোআপ সভা পরিচালা করা হয়।
উক্ত ফলো আপ সভায় মুল আলোচ্য বিষয় ছিল নারীদের কেন সংগঠন করা দরকার?
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী (বুলবুল) । বিশেষ অতিথি ছিলেন মোঃ শাহাকুল ইসলাম ইউপ্সিদস্য । নারী নেত্রী ফলোআপ সভায় মুল বিষয়টি নিয়ে আলোচনা ও সেশন পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর চারঘাট উপজেলা সমন্বয়কারী মোঃ আশরাফুল ইসলাম সরকার ।
দি হাঙ্গার প্রজেক্ট নারীনেত্রী ফলোআপ সভায় উপস্থিত নারীনেত্রীদের মধ্যে উল্লেখ যোগ্য সংগঠন কারী নারীনেত্রী শিউলী বেগম, ময়না খাতুন, কহিনুর বেগম, হাওয়া বেগম, জহুরা, নাসিমা, হিরা বেগম, রাজিয়া, শামীমা, মাজেদা বেগম , তাজমিরা সহ আরো অনেকে।
উক্ত সভায় প্রধান অতিথি বলেন, নারীদের অধিকার আদায়ের জন্য সংগঠন করা কোন বিকল্প পথ নেই। তাই আমরা আমাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘমেয়াদী সংগঠন গড়ে তুলবো। এবং তা যতবাধা বা বিপত্তি আসুক না কেন সংগঠনকে ভেঙ্গে ফেলবো না। এবং উপস্থিত সকল নারীই সংগঠন করা সিদ্ধান্ত গ্রহণ করেন।
এছাড়াও উক্ত সভায় নারীদের সচেতনতা, অধিকার,তাদের নিরাপত্তা,মর্যাদা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।