আজ শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৭:০৯ অপরাহ্
তোমার স্মৃতি
তোমায় আমি প্রথম দেখি-
১৬ই ডিসেম্বরে
শাড়ি পড়ে দাঁড়িয়েছিলে
হাইস্কুলের মাঠে।
হাতে চুরি
কানে দুল
খোঁপায় বেঁধেছিলে জবা ফুল
তোমায় দেখে হলাম আকুল।
তোমার দিকে দৃষ্টি আমার
চোখে ছিল কাজল তোমার,
পায়েতে নূপুর
তখন ছিল প্রায় দুপুর।
দুপুরের সোনা রোদ
পড়ল যখন তোমার ঐ দেহে
তোমার দেহের প্রতিফলন ঘটল
আমার দুটি চোখে,
তখন আমি হারিয়ে গেলাম
অচেনা এক সুখে।
হঠাৎ যখন হারিয়ে গেলে
বহু লোকের ভিড়ে
দুঃখে আমি ভাসিয়ে গেলাম-
জনসমুদ্রে।
তোমায় আমি দেখেছিলাম-
১৬ই ডিসেম্বরে
আজো তুমি রয়েছো আমার
এ হৃদয় মন্দিরে ।
প্রতি বছর ১৬ই ডিসেম্বরে
তোমার স্মৃতি এ হৃদয়ে বাজে বারে বারে
ব্যাকুল হয়ে ছুটি তখন
হাইস্কুলের মাঠে ।