আজ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১১:০৮ অপরাহ্
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ কচুয়া উপজেলার প্রসন্নকাপ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় ২জন গুরুতর আহত হয়েছে। আহতরা হচ্ছে, নন্দনপুর গ্রামে আহাদ মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৫) ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কবির হোসেন (২৮)। হামলার ঘটনায় গুরুতর আহত বিল্লাল হোসেনের ভাই কবির হোসেন বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ রনি নামের এক যুবককে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার জেল হাজতে প্রেরন করেছে। মামলার বাদী কবির হোসেন জানান, প্রসন্নকাপ গ্রামে তার নানার বাড়ী। গত সোমবার তার নানীকে তাদের বাড়িতে আনতে গেলে তার মামা আলম গংদের সাথে পূর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের শাহিনের নেতৃত্বে রনি,শামীম,কামাল,জাবেদসহ ৮/১০ উচ্ছৃঙ্খল যুবক দেশীয় অস্ত্র দিয়ে বিল্লাল হোসেনের মাথায় ও হাতে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় তার ডাক চিৎকারে স্থানীয়রা তাকে মুর্মূর্ষ অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে হামলার পরেও প্রতিপক্ষ লোকজন বাদী পক্ষকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিচ্ছে বলে কবির হোসেন দাবী করেন।