আজ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০১:৪৪ অপরাহ্
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া উপজেলার শাসনপাড়া গ্রামে ভয়াবহ এক অগ্নিকান্ডে নীরিহ পরিবারের এক ব্যাক্তির বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গৃহের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত্র ঘটে বলে স্থানীয়রা দাবী করছেন।
ভয়াবহ ওই অগ্নিকান্ডে উপজেলার শাসনপাড়া গ্রামের অধিবাসী মৃত: নূর মিয়ার ছেলে, হারুনুর রশিদের একটি বসত ঘর, গোয়াল ঘর, বেশ কিছু মূল্যবান শুকনো পাটসহ নগদটাকা পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বৈদ্যুতিক ভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন, টের পেয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে, ততক্ষনে বসতঘর অন্যান্য মালামাল পুড়ে যায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মৃত: হারুনুর রশিদের স্ত্রী রহিমা বেগম জানান, আমার স্বামী বছর খানিক আগে ৪ মেয়ে ও ১ ছেলে রেখে মারা যান। আমি স্বামীর অবর্তমানে অবুঝ ছেলে-মেয়েদের নিয়ে অনেক দুঃখে কষ্টে সংসারের হাল ধরে রেখেছি। কিন্তু ভয়াবহ অগ্নিকান্ডে আমার সব স্বপ্ন কেড়ে নিয়েছে। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্থ হারুনুর রশিদের স্ত্রী রহিমা বেগমের বাড়ী দেখতে আসেন স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মো. ছাদেক পাটওয়ারী। এসময় ক্ষতিগ্রস্থদের ইউপি কার্যালয়ের মাধ্যমে আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।