আজ শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ডাকাতিয়া গ্রামের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা করে স্থানীয় চিন্তস্বর বর্মনের মেয়ে মিতালী বর্মনকে বজ বর্মনের ছেলে গোপেশ্বর বর্মন। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দিয়েছে স্থানীয় মাতব্বররা।
এলাকাবাসী জানায়, গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার ওই শিক্ষার্থী মামার বাড়িতে বেড়াতে গেলে রাতে মদ্যপান করে গোপেশ বর্মন ওরফে গোপে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। কিশোরীর আর্ত চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে সে পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় কতিপয় মাতব্বর স্বার্থসিদ্ধির জন্য মোটা অঙ্কের টাকা নিয়ে ঘটনাটি সম্প্রতি ধামাচাপা দেয়। মাতব্বরদের মধ্যে গোপেশ্বর’র মামা নিপেন বর্মন, দুলাল বর্মন, অলি ও সুবোধ দাস এর নাম উল্লেখযোগ্য। ঘটনাটি ধামাচাপা দেয়ায় স্থানীয় সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এছাড়া গোপেশ্বর এলাকায় একজন চিহ্নিত মাদক বিক্রেতা ও মাদকসেবী। ইতিপূর্বে তার বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযোগ ওঠেছে।
এ বিষয়ে আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান বলেন, ঘটনাটি খুবই স্পর্শকাতর। আমি অবগত ছিলাম না আজ বিষয়টি অবগত হলাম। অভিযোগ এলে সার্বিক আইনানুগ সহযোগিতা করব।