আজ রবিবার, ০৭ মার্চ ২০২১, ০২:৩৫ অপরাহ্
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা এলাকায় স্কুলব্যাগে করে অভিনব কায়দায় গাঁজা বহন কালে ২ জন গাঁজা ব্যাবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ ডিবি।
গতকাল মঙ্গলবার(১অক্টোবর) ভোর রাতে কাপনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের মন্জু মিয়ার ছেলে কামরুজ্জামান ২১ ও আ:রব দুলালের ছেলে মিজানুর রহমান দির্ঘদিন থেকে মাদক ব্যাবসার সাথে জরিত হয়ে ভিবিন্ন কায়দায় গাঁজা বহন করে বিক্রি করে আসছে।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বিপি এম নিদৃশনায় গোয়েন্দা পুলিশ ডিবির একটি চৌকশ দল এস আই আমিনুলের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা স্কুল ব্যাগে বহন করে নিয়ে যাওয়ার সময় তাদের কে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে জানতে ওসি ডিবি কাজী মুক্তাদির আটকের সত্যতা স্বিকার করে জানান, কোন মাদক ব্যাবসায়িরা ছার পাবেনা আটককৃতদের বিরোদ্বে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতী চলছে।