আজ রবিবার, ০৭ মার্চ ২০২১, ০২:০১ অপরাহ্
নিজস্ব প্রতিবেদক::আর্তমানবতার সেবায় কাজ করে যাওয়া এক ঝাঁক তরুণের প্রবাস ভিত্তিক সংগঠন পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদ।
গত ১৯ অক্টোবর শনিবার দুপুর ২ টায় পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদ এর সরকারী নিবন্ধন প্রাপ্ত উপক্ষে এক শুকরিয়া সভা অনুষ্ঠিত হয়েছে।
পন্নগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা আয়োজন করা হয়।পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদের বাংলাদেশ শাখার সমন্বয়ক কমিটির সভাপতি মৌলভী রশিদ আহমদের সভাপতিত্বে ও বাংলাদেশ শাখার সাধারণ সেক্রেটারি দিলিপ চন্দ্র দাস পরিচলনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এতে প্রধান অতিথি ছিলেন ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান আব্দস সালাম,গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্ভিয়া কয়েছ,পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দস শহিদ,গোয়াইনঘাট উপজেলা যুব উন্নয়ন সি,এস মো:মহসিন,বারয়াল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নেছার আহমদ,পরগনা বাজার উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ,বাংলাদেশ শাখার সমন্বয়ক কমিটির সংগঠন সম্পাদক তাজ উদ্দিন,প্রমুখ।
এতে বাংলাদেশ শাখার সমন্বয়ক কমিটি নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন পর্যায়ের সামাজিক,রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।