আজ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০২:১৭ অপরাহ্
কে,এ,রাহাত::উৎসবমুখর পরিবেশে সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদ র ১ম ইউনিয়ন ব্যাপী শিশু মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ভিত্তিক মেধাবৃত্তি পরীক্ষা শিশু-কিশোরদের মেধা বিকাশে অনন্য ভূমিকা রাখে বলে মন্তব্য করেন গোয়াইনঘাট উপজেলা শিক্ষা অফিসার(সহকারী) আশরাফুল ইসলাম।
মেধাবী খুঁজে বের করে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদ ডৌবাড়ী, গোয়াইনঘাট, সিলেট র ১ম মেধাবৃত্তি পরীক্ষা ২৭শে অক্টোবর (রবিবার) সকাল ১০ টায় ইউনিয়নের রহা সর.প্রাথ.বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ডৌবাড়ী ইউনিয়নে অবস্থিত ১৬টি বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১০০ জন শিক্ষার্থী এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
গোয়াইনঘাট উপজেলা শিক্ষা অফিসার মো.আশরাফুল ইসলাম (সহকারি) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী মুখগুলোকে খুঁজে বের করে সন্ধানী ছাত্রকল্যাণ এ মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। মেধাবৃত্তি পরীক্ষা শিশু-কিশোরদের মেধা বিকাশে অনন্য ভূমিকা রাখে। আশা করি, আগামীদিন এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা ও জ্ঞান দেশ, জাতি, সমাজের কল্যাণে নিবেদিত করবে।
বিশ্বজুড়ে প্রতিভাবান বাঙালীরা স্বাক্ষর রাখছেন স্বীয় মেধা, যোগ্যতা আর প্রতিভার। বিশ্বব্যাপী শত শত দৃষ্টান্তের মালিক এখন বাঙালীরা। সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদ এই সংগঠক খুঁজে বের করতে চায় জাতির এ মেধাবী মুখগুলোকে। এবছরের ন্যায় ধারাবাহিকভাবে আগামিতেও এরকম মেধাবৃত্তি পরীক্ষার অায়োজন করার দাবী জানান উক্ত মেধাবৃত্তি পরিক্ষার পরিক্ষা নিয়ন্ত্রক বলেশ্বর (সপ্রাবি)প্রধান শিক্ষক মাস্টার রইছ উদ্দিন। মেধাবৃত্তি পরিক্ষার কেন্দ্র সচিব রহা (সপ্রাবি) প্রধান শিক্ষক মাস্টার তাজ উদ্দিন বলেন, সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদের এই অায়োজনে আমরা মুগ্ধ। এই সংগঠন মানব কল্যাণে যে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়।
এছাড়াও মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন হাটগ্রাম (সপ্রাবি) প্রধান শিক্ষক আব্দুল্লাহ,লামাদুমকা (সপ্রাবি) প্রধান শিক্ষক পংকজ দাস,ডৌবাড়ী (সপ্রাবি) প্রধান শিক্ষক আব্দুস সামাদ,নিহাইন (সপ্রাবি) প্রধান শিক্ষক ফয়ছল অাহমদ,হাতিরকান্দি (বেসপ্রাবি) প্রধান শিক্ষক মহসিন উদ্দিন। যুবলীগ নেতা ইমরান আহমদ,সাংবাদিক কে.এ.রাহাত,সিরাজ উদ্দিন কামালি,আমিনুর রশিদ জসিম,আঙ্গুর মিয়া।
উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আল-আমিন, বর্তমান সভাপতি সাদিকুর রহমান, সাধারন সম্পাদক আসআদ হোসেন সাকিল,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাহিয়ান, সহ-সভাপতি মহসিন উদ্দিন, সাকিল আহমদ,যুগ্ন-সম্পাদক বিলাল উদ্দিন, অর্থ সম্পাদক রুহুল আমিন সাদিক, সহ সাংগঠনিক কাওছার,মাসুম, দফতর সম্পাদক -সুহেল রানা, মিনহাজ উদ্দিন,এখলাছ উদ্দিন….প্রমুখ।