আজ রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৩:১১ অপরাহ্
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় ১৭ পিস ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার এসআই আল-আমিন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন, পৌরসভাধীন বালিয়াতলী গ্রামের আবু তাহেরের ছেলে মো. নুর উদ্দীন (২৬) সেলিম প্রধানের ছেলে মিরাজ (১৯) এবং মৃত আব্দুুল হাকিমের ছেলে আঃ করিমকে (৫৫)।
এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।