আজ মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৮:০৮ অপরাহ্
স্টাফ রিপোর্ট::ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার অঙ্গ সংগঠন ইচ্ছা ফুড ব্যাংকের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি চট্টগ্রাম জেলাস্থ বায়েজিদ থানাধিন বায়েজিদ বোস্তামি মাজার গেইট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত।
উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইয়াসমিন আক্তার সহ ইচ্ছার সভাপতি মোঃ আরিফুল ইসলাম হ্রদয়, যুগ্ম সম্পাদক সাইফ করিম বাবর, সানজিদা নাছরিন, সিনিয়র সদস্য মহসিন, আকিব, বিউটি, সাদিয়া, আল আমিন, তানিসা এবং ইচ্ছা ফুড ব্যাংকের সমন্বয়ক সারজাত উল্লাহ মুনির।