আজ শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১২:১৯ অপরাহ্
স্টাফ রিপোর্টার : দীর্ঘ দেড় বছরের পরকিয়ায় প্রেমে জড়িয়ে গৃহবধুকে পিটিয়ে বাড়ি ছাড়া অতঃপর প্রেমিকা নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়ে ধরা খেল ভুয়া সাংবাদিক নাজমুল ওরফে লিখন। বিভিন্ন অনলাইনের সাংবাদিক পরিচয়ে নারায়নগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজি,মাদক ব্যবসাসহ নানা অপরাধে অভিযুক্ত গোয়ালপাড়া এলাকার মনির হোসেনের ছেলে নাজমুল এতোদিন অধরা থাকলেও শনিবার রাতে স্থানীয় জনতার হাতে ধরা খায়। সূত্র জানায়, লিখন ৭ বছর পূর্বে উপজেলার ভক্তবাড়ি এলাকার সুমা আক্তারকে বিয়ে করে সে। পরে তাদের সংসারে ১ টি ছেলে সন্তান হয়। এখন তার বয়স ৬ বছর। এদিকে গত দেড় বছর পূর্বে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার ৩ সন্তানের জননী ব্যবসায়ী শাহনাজ (৩০)কে নানা প্রলোভনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিভিন্ন সময় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে লিখনের সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছে। তবে বিয়ের দাবী করলেও লিখনের স্ত্রী সুমা বাড়িতে থাকায় তা করতে পারেনি। শাহনাজকে কাছে পেতে নানা সময় সুমাকে নির্যাতন করতো লিখন। এরধারাবাহিকতায় গত শুক্রবার সুমাকে পিটিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এই সুযোগে শাহনাজকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যায় লিখন। এ ঘটনা জেনে যায় শাহনাজের মেয়ে আকলিমা(ছদ্মনাম)। পরে শাহনাজের ২ মেয়ে ১ ছেলেসহ তার মা ও মামাসহ পরিবারের লোকজন বিচারের দাবীতে গোয়ালপাড়া এলাকায় লিখনের বাড়িতে। তবে সে সময় লিখন ও শাহনাজ কক্সবাজারে থাকায় লিখনের পরিবারের লোকজন তাদের শান্ত হতে বললেও থানায় অভিযোগ দিতে চান শাহনাজের পরিবার। তবে লিখনের পরিবার এ ঘটনা ধামাচাপা দিতে শাহনাজের পরিবারকে মোটা অংকের টাকা দিয়ে বিদায় করার চেষ্টা করছে বলে জানা যায়।
এদিকে ভুয়া সাংবাদিক লিখন এমন অপকর্মে ধরা খাওয়ায় পর স্থানীয় হাজারো লোকজন উল্লাস প্রকাশ করে নিন্দা জানাচ্ছেন। তবে শাহনাজের পরিবারের দাবী ৩ সন্তানের মুখের দিকে তাকিয়ে শাহনাজকে যেন ফিরিয়ে দেয় লিখন। স্থানীয়দের অভিযোগ নারী লোভী লিখন বিভিন্ন সময় নতুন নতুন মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে হাতিয়ে নেয় সর্বস্ব। ৪ বছর পূর্বে বাগবের এলাকার এক নারীকে এমনইভাবে ফাঁসিয়ে গ্রামবাসির গণধোলাইয়ের শিকার হয়।