আজ রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫২ পূর্বাহ্ন
জুয়েল হিমু,সংবাদ-প্রতিদিন :
টাঙ্গাইলের কালিহাতীতে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) বিকেলে শহীদ শফি সিদ্দিকী চত্ত্বরে কালিহাতী পৌর আওয়ামীলীগের উদ্যোগে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। তিনি এসময় বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে যখন দেশকে পুনর্গঠন করছিলেন বঙ্গবন্ধু। ঘাতকরা তখন তাকে হত্যা করেই ক্ষান্ত হননি, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই জাতীয় চার নেতাকে রাতের আধাঁরে জেলখানায় একে একে হত্যা করা হয়। এখন কালহাতীতে বাঁশের সাঁকো খুজে পাওয়া যাবেনা, আমরা ব্রিজ দেওয়ার জায়গা খুঁজে পাইনা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব এম.এ মালেক ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকারসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভাটি স ালনা করেন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন।