আজ শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৬:৫৮ অপরাহ্
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: গনশৌচাগার সর্বসাধারণের ব্যবহারের জন্য, কিন্তু শৌচাগারটি যদি বছরের প্রায় ৮ মাসেই পানিতে ভাসে তাহলে সর্বসাধারণ ব্যবহার করবে কি করে। তেমনি চাঁদপুরের কচুয়া উপজেলার মেঘদাইর বাজার সংলগ্ন গনশৌচাগারটি। ২০১৮ সালে ২ লক্ষ টাকা ব্যয়ে মেঘদাইর বাজারের রাস্তা থেকে একটু দুরে তৈরি করা হয় এই গনশৌচাগারটি। গনশৌচাগারটিতে যাতায়াতের জন্য নির্মাণ করা হয়নি রাস্তা, তাই বছরের প্রায় ৮ মাসেই পানিতে ভাসে গনশৌচাগারটি। এতে চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে বাজারে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের।
বাজার ব্যবসায়ীরা জানান, এই শৌচাগারটি বেশির ভাগ সময়েই পানিতে থাকে, শৌচাগারে আসা যাওয়া করার জন্য কোন রাস্তা না থাকায় আমরা শৌচাগারটি ব্যবহার করতে পারছিনা। শৌচাগার ব্যবহার করার জন্য আমাদের বিভিন্ন বাড়িতে যেতে হয় এবং মানুষের বিভিন্ন ধরনের কথা শুনতে হয়। তাই অতিদ্রুত শৌচাগারে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করা অতিব জরুরি।