আজ শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৩৩ অপরাহ্
এইচ.কে.শরীফ সালেহীন::সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের চৌগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরণ উৎসব ও ভিটা ভরাট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত বুধবার বিকাল ৩ টায় ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার ইসমাইল আলীর সভাপতিত্বে ও চৌগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ শামীম এর পরিচালনায়।
উক্ত বই বিতরণ উৎসব ও ভিটা ভরাট অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজ এর অধ্যক্ষ মো:ফজলুল হক,বিশেষ অথিতি ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী।
এতে বক্তব্য রাখেন নিজাম উদ্দিন,আব্দুল করিম শিকদার,মীর হেসেন আমির,রাশীদ আলী,জোবায়ের আহমদ জুবের,শাহজাহান সিদ্দিকী সাবুল,সদরুল ইসলাম,সেলিম উদ্দিন,প্রমুখ।