আজ শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:০১ অপরাহ্
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে নতুন বছরের শুরুতেই সারাদেশের ন্যায় কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই বিতরন করা হয়েছে। বুধবার (১লা জানুয়ারী) বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এ নতুন বই বিতরন করা হয়। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে বই উৎসব করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানার সভাপতিত্বে সহকারী শিক্ষক সেলিম মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাষ্টার খলিলুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুল, অভিভাবক সদস্য প্রফেসর আব্দুল কুদ্দুছ, বিদ্যোৎসাহী সদস্য গোলাম খাজা প্রমূখ।
এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।