আজ সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৬:৩৪ অপরাহ্
মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় (জেএসসি) পরীক্ষায় এবার পাস করেছে ৯২ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী ২০১৮ শিক্ষাবর্ষে মৌলভীবাজার জেলায় পাশের হার ছিল ৭৮ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ৩শ ৭৬ জন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। দেশের ৮টি বোর্ডের অধীনে এবার জেএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ।
এবার মৌলভীবাজার জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৩৩ হাজার ৩শ ৮৫ জন। তারমধ্যে পাশ করেছে ৩০ হাজার ৮শ ৮৭ জন। এরমধ্যে ছেলে ১২ হাজার ৭শ ৯৬ জন এবং মেয়ে ১৮ হাজার ৯১ জন।
সেই হিসেবে জেলায় সবমোর্ট পাশের হার ৯২.৫২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৯শ ৯২ জন। এরমধ্যে ছেলে ৩শ ৮৭ জন এবং মেয়ে ৫শ ৩৫ জন। মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন