আজ শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৯:০১ পূর্বাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি::বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) বিদেশি মদসহ সোয়া সাত লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।
শুক্রবার সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) হেডকোয়াটার্স মিডিয়াসেল জানায়, সদর উপজেলার ডুলুরা বিওপির বিজিবি টহল দল শুক্রবার ভোররাতে কাপনা এলাকা হতে ৩৫ বোতল বিদেশি মদ আটক করেছে।,
একই দিন সকালে দোয়ারাবাজারে বাগানবাড়ী বিওপির বিজিবি টহল দল রাজাপুর এলাকা হতে ২লাখ ৫২ হাজার শলাকা (১০হাজার ৮০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি ও ০৭টি গবাধীপশু (গরু) আটক করেছে।,
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম বলেন,আটককৃত মদ,বিড়ি ও গবাধীপশুর আনুমানিক মুল্য প্রায় ৭ লাখ ২৫ হাজার ৯’শ টাকা।