আজ রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৩:২৫ অপরাহ্
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কাপিলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মো. মহিব উল্লাহ মিয়াজীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলামের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাস চন্দ্র দাস, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহ্াজ্ব শহীদুল্লাহ মিয়াজীর জেষ্ঠ সন্তান মোঃ সাফায়েত হোসেন রনি, ছোট ছেলে মোঃ সাজ্জাদ হোসেন রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. কামাল হোসেন, ইউপি সদস্য মোঃ আব্দুল জলিল মুন্সি ও যুবলীগ নেতা সাইদুর রহমান প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।