আজ সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৬:৪৬ অপরাহ্
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়টী নামযজ্ঞ পরিষদের উদ্যোগে বিশ্ব শান্তি ও মানবাতার কল্যাণ কামনায় ৩২ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও মহোৎসবানুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ উৎসব আগামী বৃহস্পতিবার দ্বিপ্রহরে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হবে।
উক্ত উৎসবে মহানামসুধা পরিবেশন করবেন গৌর নিতাই সম্প্রদায়, ভোলা, নবদীপ সম্প্রদায়, খুলনা, শ্রী সোনারগৌর সম্প্রদায়, সাতক্ষীরা, শান্তিহরি সম্প্রদায়, গোপালগঞ্জ, শ্রী কৃষ্ণ সুধামা, নীলফামারী, রামকানাই, রামগঞ্জ ও রজগোপাল। উক্ত উৎসবে হিন্দু সম্প্রদায়ের সকল ভক্তবৃন্দকে যোগদান করতে নামযজ্ঞ পরিষদের পক্ষ থেকে বিশেষ ভাবে নিমন্ত্রন করা হয়েছে।