আজ মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৫:০২ অপরাহ্
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরের কচুয়া পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও প্রয়াত নেতাদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর এমপি।
পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভুঁইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলাতানা খানম।