আজ রবিবার, ০৭ মার্চ ২০২১, ০২:০৭ অপরাহ্
সাইফুল ইসলাম সুমন।।
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কচুয়ার মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে প্রভাতফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার নানা কর্মসূচির আয়োজন করেছে মাদ্রাসার কর্তৃপক্ষ।
একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে অধ্যক্ষ ও বিভিন্ন সংগঠন মাদ্রাসা সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৭টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রভাতফেরি বের করা হয়। এরপর শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ এ কে এম গোলাম মোস্তাফা। পরে মাদ্রাসার বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর মাদ্রাসার কনফারেন্স হলে ‘একুশ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত, সাহিত্য সংঘ এবং সংগীত সংঘের আয়োজনে একুশের কবিতা আবৃত্তি এবং সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়।