আজ সোমবার, ০৮ মার্চ ২০২১, ১২:২১ পূর্বাহ্ন
চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়া ও শিলার আঘাতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে এ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়।
ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বোরো ধানসহ আমের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। শিলায় ঘরের চালা ফুটো হয়ে গেছে, ভুট্টা, বোরো ধানসহ আমের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। কৃষকরা একদিকে করোনায় সংকটাপন্ন সময় কাটাচ্ছেন অন্য দিকে কীভাবে এ ক্ষতি কাটিয়ে উঠবেন সেটা এখন চিন্তার বিষয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন জাগ্রত বাংলাকে বলেন, দুপুরে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়েছে। এতে আম ও যে সকল ধানের ছড়া বের হয়েছে সে সকল ধানের ক্ষয় ক্ষতি হয়েছে। ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে কৃষি কর্মকর্তারা মাঠে খোঁজ খবর নিচ্ছেন।
প্রতিবেদকঃ সাইফুল ইসলাম সুমন