আজ রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৩:১৩ পূর্বাহ্ন
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বুধুন্ডা -হরিপুর রাস্তার বেহাল দশা । মাঝিগাছা- বাতাপুকুরিয়া পাকা সড়ক থেকে বুধন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে হরিপুর গ্রামের সাথে কাঁচা এ সড়কটি সংযুুুুক্ত হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন বুুধুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুন্ডা,হরিপুর,চানপাড়া গ্রামের জনসাধারন চলাচল করে। বর্ষার সময় কাদামাটিতে চলাফেরা করতে গিয়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরার দুর্ঘটনায় পতিত হয়। এলাকাবাসী জানান অনেক পুরাতন এ সড়কটি সংস্কারের অভাবে চলাফেরা করার অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড. মহীউীদ্দন খান আলমগীর এবং উপজেলা চেয়ারম্যান সহ যথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।