আজ শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৭:৪১ অপরাহ্
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ
কচুয়া উপজেলা জাতীয় পার্টির অন্যতম নেতা ও কড়ইয়া ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি প্রয়াত এরশাদ উল্যাহ মুন্সীর কবর জিয়ারত করেছেন শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার সভাপতি, চট্টগ্রাম শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নাছির উদ্দিন প্রধান।
তিনি শুক্রবার সকালে তার প্রয়াত বাবা বিশিষ্ট ঠিকাদার ও মুক্তিযোদ্ধা সংগঠক এম,এ, রশিদ প্রধানের কবর জিয়ারত শেষে শ্রীরামপুর মুন্সী বাড়ি সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত জাতীয় পার্টির নেতা এরশাদ মুন্সীর কবর জেয়ারত করেন ।
নাছির উদ্দিন প্রধান বলেন, এরশাদ উল্যাহ মুন্সী এ এলাকার একজন কর্নধার ছিলেন। তিনি মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক কাজ করে সমাজকে এগিয়ে নেয়ার চেষ্টা করতেন। তাঁর চলে যাওয়া সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। এরশাদ মুন্সীর কাছে থাকা শ্রীরামপুর মোহাম্মদিয়া জুমা মসজিদের পাওনা ২০ হাজার টাকা নাছির উদ্দিন প্রধান পরিশোধ করে দেয়ার প্রতিশ্রুতি এবং তার পরিবারকে সহযোগিতার আশ^াস দেন ।
এসময় বীর মুক্তিযোদ্ধা এম.এ রশিদ প্রধানের কনিষ্ট ছেলে মাওলানা আলাউদ্দিন প্রধান রাহেলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।