আজ সোমবার, ০১ মার্চ ২০২১, ০৯:০৬ পূর্বাহ্ন
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ
কচুয়া উপজেলার পশ্চিম কান্দিরপাড় গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে আকরাম হোসেন (৮) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার মেহের গ্রামের মহিউদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, শিশু আকরাম হোসেন তার খালার বাড়িতে ৭ আগষ্ট শুক্রবার দুপুরে বাড়ির শিশুদের সাথে খেলার এক পর্যায়ে আকস্মিক ভাবে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।