আজ শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৮:৪২ পূর্বাহ্ন
কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে মেহজাবিন তাবাসসুম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বাড়েরা গ্রামের গাজী বাড়ির মাও. মোফাজ্জল হোসাইন (মুর্ত্তজা কামাল) এর মেয়ে ও কচুয়া উপজেলার মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মোস্তফা কামালের ভাতিজি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল দশটার সময় মেহজাবিন পুকুরের পানিতে ডুবে মারা যায়। খেলাধুলা করার এক পর্যায়ে মেহজাবিন বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদকঃ সাইফুল ইসলাম সুমন