আজ শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৫০ পূর্বাহ্ন
সাইফুল ইসলাম সুমন, কচুয়া ।।
কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানার সভাপতিত্বে সহকারি শিক্ষক ফজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক আনোয়ার হোসেন, মানিক চন্দ্র সরকার, রফিকুল ইসলাম, নরেশ চন্দ্র সাহা, সেলিম মিয়া, আ: মবিন মজুমদার ও তাছলিমা আক্তার প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, শামীমা আক্তার, লামিয়া আক্তার পাপিয়া।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির মুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন, মাওলানা মো. আতিক উল্লাহ।