আজ মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৩:৫৭ পূর্বাহ্ন
সাইফুল ইসলাম সুমন, কচুয়া ||
কচুয়ার মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদ্রাসা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা মাদ্রাসার অধ্যক্ষ মাও. একেএম গোলাম মোস্তফার সভাপতিত্বে সহকারী শিক্ষক বুলবুল আহমেদ বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট আবুল হোসেন পাটোয়ারী কালাম, বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ মাও. রুহুল আমিন রুশদী, মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সহ-সভাপতি আলী আশ্রাফ মুন্সী, উপাধ্যক্ষ মাও. মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক মাও. জাকির হোসেন, আরবঅ প্রভাষক মাও. গোলাম নেওয়াজ প্রমুখ।
এসময় মাদ্রাসার শিক্ষক, গভর্নিং বডির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির মুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও. মোহাম্মদ সাইফুল্লাহ।