আজ শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৭:৪৭ পূর্বাহ্ন
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
সাময়িক বরখাস্তকৃত চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, সাময়িক বরখাস্ত প্রত্যাহার ও দ্রুত কারা মুক্তির দাবি জানিয়েছেন, কচুয়ার দারাশাহী তুলপাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক মো. শাহপরান সোহাগ।
লিখিত এক বিবৃতিতে শাহজাহান শিশিরের মুক্তির দাবি জানিয়ে শাহপরান সোহাগ বলেন, একজন শাহজাহান শিশির একদিনে সৃষ্টি হয়নি। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগ, কেন্দ্রীয় আওয়ামীলীগ তথা কচুয়ার মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন এবং কাজের মাধ্যমে কচুয়ার মানুষের কাছে জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান হিসেবে পরিচিতি পেয়েছেন। আমি একজন ভক্ত হিসেবে তাঁর অবিলম্বে মুক্তির দাবি জানাই।