আজ রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৩:২০ পূর্বাহ্ন
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ায় মুক্তা আক্তার (২০) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পালগিরী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে এবং কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের ছাত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মুক্তা আক্তারের ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকা ডাকির এক পর্যায়ে দরজা না খোলায় খিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে কচুয়া থানার পুলিশকে খবর দিলে মুক্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।
ফরহাদ হোসেন জানান, মুক্তার মা কিছুদিন আগে মারা যায়। তাকে ২০১৮ সালের জুন মাসে আমার ভাতিজা মহসীনের সাথে বিয়ে দেয়া হয়। ৮ মাস পর মুক্তা নিজের ইচ্ছাতেই বিবাহ বিচ্ছেদ ঘটায়। এর পর তাকে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজে ভর্তি করাই। কোন কারনে সে আত্মহত্যা করেছে পরিবারের কাউকে কিছুই বলেনি।
কচুয়া থানার এসআই তাজুল ইসলাম জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।