আজ শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:১৭ অপরাহ্
সাইফুল ইসলাম সুমন, কচুয়া ।।
বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদের ৪৯তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কচুয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে কচুয়া ট্রমা জেনারেল হসপিটালে বনার্ঢ্য আয়োজনে কেক কেটে এ জন্মদিন পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মো. মাহবুব আলম,সাধারন সম্পাদক মো. মোস্তফা কামাল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, যুবলীগ নেতা সোহাগ মিয়া, মোহাম্মদ হোসাইন পাঠান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. হাবিব মজুমদার জয়, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাহ উদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দিন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সৌরভ,শুভজিৎ দাস, সদস্য আল আমিন, সোহাগ সরকার প্রমুখ।
পরে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, কচুয়া কৃতি সন্তান ড. সেলিম মাহমুদ ও তাঁর অসুস্থ রতœগর্ভা মা এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।