আজ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১০:২০ অপরাহ্
সাইফুল ইসলাম সুমন, কচুয়া ।।
মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে চাঁদপুরের কচুয়ায় এম.এ রশিদ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে পুলিশ সদস্যদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ অলির নিকট এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম.এ রশিদ প্রধানের সুযোগ্য সন্তান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সাধারন সম্পাদক, শ্রীরামপুর মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রধান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নাছির উদ্দিন প্রধান।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া থানার ওসি তদন্ত ইব্রাহীম খলিল, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বাবু প্রান দেব, বিশিষ্ট সমাজসেবক বজলুল গনি রাসেল মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদারসহ আরো অনেকে।