আজ সোমবার, ০১ মার্চ ২০২১, ০৪:৩২ অপরাহ্
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ।।
কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাঈদ মোরশেদ পলাশ।সোমবার কচুয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কাজী আবু বকর সিদ্দিকের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন পত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ মোরশেদ পলাশ বলেন, গত দুই বছর ধরে আমি মানুষের কল্যানে কাজ করে আসছি। মহামারি করোনাকালে আমি আমার জীবন বাজি রেখে গরীব, অসহায় গৃহবন্দি মানুষের পাশে ছিলাম। আমি মানুষের কল্যানে কাজ করার নিমিত্তে আগামি ২০ অক্টোবরের নির্বাচনে আমাকে নির্বাচিত করার জন্য আমি সকলের নিকট সহযোগিতা কামনা করছি।
এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।