আজ রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০২:৫২ পূর্বাহ্ন
সাইফুল ইসলাম সুমন, কচুয়া ।।
চাঁদপুরের কচুৃযায় হাজার বছরের বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে জাপান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দিন প্রধানের উদ্যোগে বৃক্ষরোপণ, চারা বিতরণ, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার পাথৈর ইউনিয়নের মালিগাও জসীম টাওয়ার প্রকল্পে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে ভাষ্যকার কবির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল।
বক্তব্য রাখেন, যুবলীগ নেতা সেলিম বেপারী, ম্যানেজার জামাল হোসেন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফ প্রমুখ।
ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন কল্যাণ ফাউন্ডেশনের সহায়তায় এলাকার বিভিন্নস্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন, মালিগাও জামে মসজিদের খতিব মাও. ইমাম হোসেন।