আজ বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০২:৩৭ পূর্বাহ্ন
সাইফুল ইসলাম সুমন, কচুয়া ॥
কচুয়ায় প্রশাসনের অনুমতি না দোয়াটি-লস্করী রাস্তার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে উপজেলার দোয়াটি গ্রামের মৃত: চন্দ্র কুমারের ছেলে হিরো লাল সরকারের বিরুদ্ধে। গত রবিবার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি-লস্করী রাস্তার ৪ টি তাল গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রি করেছেন তিনি। প্রাকৃতিক দূর্যোগ ও বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার তাল গাছই একমাত্র সহায়ক। কিন্তু এ তাল গাছগুলো কেটে ফেলায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
এদিকে দোয়াটিসহ কচুয়ার বিভিন্ন স্থানে সরকারী রাস্তার গাছ কেটে ফেলার মহোৎসব চলছে।
এব্যাপারে অভিযুক্ত হিরো লাল সরকার বলেন, সরকারী রাস্তার গাছ অনেক আগেই কেটে নিয়ে গেছে। তাই আমাদের বাপ-দাদার রোপণকৃত গাছ আমরা কেটেছি। প্রশাসনের অনুমতি নিয়েছেন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন সম্পর্কে আমার জানা নেই। তাই আমি আমাদের রোপণকৃত গাছ কেটেছি।
এ ব্যাপারে কচুয়া উপজেলা বন কর্মকর্তা (অ.দা) মো. তাজুল ইসলাম বলেন, তাল গাছ কেন,যেকোন গাছ কাটতে হলে অনুমতি প্রয়োজন। বিষয়টি আমি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।