আজ শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৩১ অপরাহ্
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥
নরসিংদী জেলার মাধবদী এলাকার ডৌকারী-করিয়া গ্রামের ব্যবসায়ী মো. মনিরুজ্জামানের স্কুল পড়–য়া মেয়ে (১৫) কে প্রেমের ফাঁদে ফেলে কচুয়া উপজেলার দেবীপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রাকিবুল ইসলাম রাকিব (২৩) উধাও হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই মেয়ের বাবা মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে মো. রাকিবুল ইসলাম নরসিংদীর মাধবদী বাজার এলাকায় মোটর সাইকেল মেকারের দোকানে কাজ করতো। সেই সুবাধে ওই মেয়ে স্কুলে আসা যাওয়ার ফাঁকে সু-চতুর রাকিবুল ইসলাম রাকিব তাকে বিভিন্ন কৌশলে প্রেমের ফাঁদে ফেলে দেয়। একপর্যায়ে গত সোমবার তাকে মাধবদী থেকে পালিয়ে নিজ গ্রামের বাড়ী কচুয়া উপজেলার দেবীপুর গ্রামে চলে আসে। এসময় রাকিব তার ভাই রুবেলের ঘরে ওই মেয়েকে নিয়ে উঠে। খবর পেয়ে ছেলের বাবা জয়নাল আবেদীন তাদের চাপ প্রয়োগ করলে তারা ওই বাড়ি থেকে অন্যত্রে চলে যায় বলে স্থানীয় লোকজন জানান। এ নিয়ে মঙ্গলবার দেবীপুর গ্রামের স্থানীয় ভাবে শালিশ বৈঠক বসে।
অপরদিকে মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে বুধবার দেবীপুর ঘটনার সার্বিক খোজ খবর নেন, কচুয়া থানার এসআই মো. জাহাঙ্গীর আলম। এঘটনায় স্থানীয়ভাবে দফায় দফায় বৈঠক বসছে।
রাকিবুল ইসলাম রাকিবের বাবা জয়নাল আবেদীন ও চাচা বশিরুল ইসলাম জানান, রাকিব দীর্ঘদিন তার পরিবারের খোজ খবর না নেয়ায় তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই।
এব্যাপারে এসআই জাহাঙ্গীর আলম জানান, মেয়ের বাবা মাধবদী থানায় অভিযোগ করেছেন। পরে অভিযোগ নিয়ে আমাদের কাছে আসে। এ বিষয়ে সার্বিক খোজ খবর নেয়া হচ্ছে এবং প্রেমিক জুটি উদ্ধারের চেষ্টা চলছে।
অন্যদিকে মেয়ের বাবা মনিরুজ্জামান জানান, আমি আমার মেয়েকে ফেরত চাই। মেয়েকে ফেরত পেতে গত দুদিন যাবৎ কচুয়ার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছি।