আজ শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৫:৫০ অপরাহ্
শুদ্ধভাবে সালাম দিলে হবে জঙ্গীবাদ,
যাচ্ছে শুনা নতুন গাধার এমন আর্তনাদ।
কোত্থেকে যে আমদানী হয় এমন নতুন মাল,
আল্লাহ হাফেজ সালাম শুনে ভীষন বেসামাল।
সালাম মানে আপনার উপর বর্ষিত হোক শান্তি,
কল্যানের এই বার্তা নিয়ে পাগল ছড়ায় ভ্রান্তি।
দেশের সেরা বিদ্যাপীঠের শিক্ষক আবার তিনি,
ইবলিশ ও আজ তাহার কাছে বড্ড রকম ঋনী।
নাস্তিকতার মোড়কেতে আবদ্ধ তার মন,
এমন লোকের সত্যিকারের শিক্ষা প্রয়োজন।
কবি পরিচিতিঃ
ফুয়াদ আহমেদ
প্রবাসী বাংলাদেশী