আজ সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৭:২৩ অপরাহ্
সাইফুল ইসলাম সুমন, কচুয়া ॥
কচুয়ায় জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদাতা সংস্থা প্রাণের টানে রক্তদানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেঘদাইর কেয়ার প্যাথলজি এ্যাণ্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সেমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মিলনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কচুয়া জোনালের ৪নং এরিয়ার পরিচালক ডা. গুরুপদ দে জুয়েল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, সমাজসেবক সিরাজুল ইসলাম, ল্যাব ইনচার্জ সোহেল আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক আবু রায়হান, রক্ত সম্পাদক ইব্রাহিম গাজী, সদস্য জিহাদ হোসেনসহ আরো অনেকে।
এসময় সংগঠনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, সহ-সম্পাদক রনি ইসলাম, প্রচার সম্পাদক সালাউদ্দিন, ক্রীড়া সম্পাদক আরিফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।