আজ শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৮:৪০ পূর্বাহ্ন
সাইফুল ইসলাম সুমন, কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় বঙ্গবন্ধু টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ভূঁইয়ারা ইয়াং স্টার ক্রিকেট ক্লাবকে ১১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সেঙ্গুয়া দক্ষিণ পাড়া রাইডার্স একাদশ। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে মো. এবাদুল হোসেন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মাসুদুর রহমান বাবুলের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান সর্দার, সাবেক সভাপতি খলিলুর রহমান মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. শহীদ উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়, গুতপুরের বিশিষ্ট সমাজসেবক নাছির উদ্দিন দোলন প্রমুখ।
এসময় ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আশিক, যুবলীগ নেতা দুলাল মিয়া, সুমন মিয়াজী, ইমরান হোসেন, শাহ পরান ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী নুরু মিয়া, সাবেক সেনা সদস্য ওসমান গনিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত ক্রিকেট প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।