আজ মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৪:০৭ অপরাহ্
সাইফুল ইসলাম সুমন, কচুয়া ।।
চাঁদপুরের কচুয়া উপজেলার মেঘদাইর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন প্রধানীয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)।
সোমবার দুপুর ১২ টার দিকে মেঘদাইর গ্রামের পূর্ব মাঠে জমির ফসলাদি দেখতে গিয়ে আকশ্মিকভাবে পানিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেঘদাইর কেয়ার প্যাথলজি এ্যাণ্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুপদ দে জুয়েল তাকে মৃত ঘোষনা করেন।
তার মৃত্যুর বিষয়টি তার ছেলে মনির হোসেন প্রধানীয়া নিশ্চিত করেন।
সে পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর গ্রামের আশ্রাফী আলী প্রধানীয়া বাড়ির মরহুম হাজী হাবিব উল্লাহ প্রধানীয়ার বড় ছেলে।
সোমবার বাদ মাগরিব মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।