আজ মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৮:২১ অপরাহ্
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ায় ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসুল (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের উপর অতর্কিত হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার উপজেলার মাঝিগাছা ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মুসলিম তৌহিদী জনতার আয়োজনে রাসুল (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি শিলাস্থান থেকে মাঝিগাছা যাওয়ার পথিমধ্যে পিছনে থাকা সিএনজি সাইড দিতে দেরি হওয়ায় সিএনজির যাত্রীরা মিছিলে অংশগ্রহনকারীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মিছিলটি মাঝিগাছা ঈদগাহ’র নিকট আসলে সিএনজির যাত্রীরা মাঝিগাছা গ্রামের ১০/১৫ জন উশৃঙ্খল যুবককে সাথে নিয়ে মিছিলকারীদের লাঠি সোটা দিয়ে এলোপাথারী মারধর করে। ফলে সিএনজির মহিলা যাত্রীসহ মিছিলে অংশগ্রহনকারী অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ জানান, হামলার বিষয়ে জানতে পেরে কচুয়া থানার ওসিকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে আইনশৃঙ্কলা অবনতি যেন না ঘটে সেভাবে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, বিষয়টি আমি অবগত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।