আজ সোমবার, ০১ মার্চ ২০২১, ০৯:৪১ পূর্বাহ্ন
সাইফুল ইসলাম সুমন, কচুয়া:
চাঁদপুরের কচুয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও ফ্রান্স সরকার কর্তৃক রাসুল (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইমাম হুসাইন (রা.) সুন্নী যুব কল্যাণ সংঘের উদ্যোগে মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মনোহরপুর ফাজিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক মাওলানা শহিদ উল্লাহ আল কাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল।
প্রধান আকর্ষন হিসেবে আলোচনা পেশ করেন, মিশরের আল আজহার বিশ^বিদ্যালয়ের সাবেক ভিপি সৈয়দ হাসান আল আজহারী।
কোরআন ও হাদীস থেকে আলোচনা পেশ করেন, মাদ্রাসায়ে মুজাদ্দেদীয়ার প্রভাষক মুফতী আবুল হাশেম শাহ মিয়াজী, টিভি আলোচক মাওলানা ছানাউল্লাহ নূরী, শাহ আলম জেহাদী, হাবিবুর রহমান আল কাদেরী।
এসময় দেশ বরেণ্য আলেমে দ্বীন, আশেকে রাসুল (সা.) ও শত শত মুসলিম তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।