আজ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০১:২৬ অপরাহ্
কচুয়া উপজেলা ঐতিহ্যবাহী সাচার বহুমূখী উচ্চ বিদ্যায়ের নতুন সহকারী প্রধান শিক্ষক হিসেবে ওই বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক গণেশ চন্দ্র ধর মনোনীত হয়েছেন। বুধবার ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় লিখিত ও ভাইস পরীক্ষায় ৫জন প্রার্থীর মধ্যে তিনি সর্বোচ্চ নম্বর পাওয়ায় তাকে এ পদে মনোনীত করার সুপারিশ করেন নিয়োগ বোর্ড।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান,ডিজির প্রতিনিধি কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,সাচার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো: মনির হোসেন,প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা, সাবেক প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল খালেক,জাহাঙ্গীর দেওয়ান,কামাল হোসেন,মোস্তফা কামাল, হাসিনা আক্তার,বিদ্যুৎসাহী সদস্য কাজল রেখাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন