আজ মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৪:০৬ অপরাহ্
চাঁদপুরের কচুয়া উপজেলার এনায়েতপুর দরবার শরীফে বড়পীর আব্দুল কাদের জিলানী (র.) এর পবিত্র ফাতেহায়ে ইয়াজদহম উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দরবার শরীফে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
দরবার শরীফের পীর সাহেব শাহ মুহাম্মদ গোলাম গাউছ আল কাদেরীর সভাপতিত্বে কোরআন ও হাদীস থেকে আলোচনা পেশ করেন, মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক পীরজাদা শাহ মুহাম্মদ গোলাম নেওয়াজ আল কাদেরী, এনায়েতপুর বড় বাড়ী জামে মসজিদের খতিব হাফেজ মো. রাসেল প্রমুখ।
পরে মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা, দেশ ও জাতির মুক্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, দরবার শরীফের পীর সাহেব শাহ মুহাম্মদ গোলাম গাউছ আল কাদেরী।