আজ মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১১:১২ অপরাহ্
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ায় হিন্দু তফসীলী সম্প্রদায়ভুক্ত মৎস্যজীবিদের আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্যজীবিদের মাঝে মাছ ধরার ও বিক্রির উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় সাচার ইউনিয়নের শুয়ারুল নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ উপকরণ বিতরণ করা হয়।
নারী উন্নয়ন সংস্থার সভাপতি মীরা রাণী দাসের সভাপ্রধানে ও পরিচালক পুলিন বিহারী দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আক্তার উদ্দিন প্রধান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার, ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি প্রাণকৃষ্ণ দাস, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শাহ আলম পাটোয়ারী প্রমুখ।
এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক পারুল আক্তার, সাচার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষণ চন্দ্র দাসসহসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।