আজ শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৪৯ অপরাহ্
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ায় সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে নিয়ে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল আজিজ শাহীন বিরোপ মন্তব্য করে ফেসবুকে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সোমবার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইকবাল আজিজ শাহীনের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবিতে এ প্রতিবাদ সভা করা হয়।
কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মূল সমন্বয়ক আব্দুস সালাম সওদাগরের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, গোহট দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম হোসেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার,আমিন উদ্দিন, গাজী আব্দুল আহাদ,আলমগীর হোসেন,জাহাঙ্গীর আলম,কবির হোসেন,সাধারন সম্পাদক সোহাগ খান,মনির হোসেন,আবু বকর মিয়াজী,শাহাদাত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।